ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নয়া দিগন্ত ডেস্ক
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় ১৭ বছর পর এবারই ছাত্রদলের এমন মুক্ত আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলো।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে গতকাল বুধবার নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহর মাইজদীতে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন নোয়াখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: ওয়াসিম। সদর ও পৌর ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন- জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দর বিএসসি, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ: রহমান, ভিপি জসিম, যুবদলের জেলা সভাপতি নুরুল আমিন খান প্রমুখ।
বগুড়া অফিস জানায়, বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি হাবিবুর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সমাবেশে আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।
ঝালকাঠি প্রতিনিধি জানায়, ঝালকাঠিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মো: আরিফুর রহমান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, নির্বাহী সদস্য জেবা আমিনা আল গাজী প্রমুখ।
কিশোরগঞ্জ হোসেনপুর সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে দলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম ও সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানায়, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দ্বীপ কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- ছাত্রদল নেতা রিয়াজ মাহমুদ, আরিফুল ইসলাম হাওলাদার, আবদুল হালিম প্রমুখ।
নারায়ণগঞ্জ আড়াইহাজার সংবাদদাতা জানায়, আড়াইহাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন জিকুর নেতৃত্বে গতকাল সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শবদর আলী, যুবদল নেতা জহিরুল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
নেত্রকোনা মোহনগঞ্জ সংবাদদাতা জানায়, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী জেলার মোহনগঞ্জে জাঁকজমকভাবে পালিত হয়েছে। গতকাল সকালে শত শত ছাত্রছাত্রী বর্ণীল সাজে সেজে শোভাযাত্রা বের করে। রঙ বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে ছাত্রছাত্রীরা শহর প্রদক্ষিণ করে রেলওয়ে মাঠে এসে সমাপ্তি ঘোষণা করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা