চাঁদপুরে মাদরাসায় ভোকেশনাল ট্রেড চালুবিষয়ক কর্মশালা
- চাঁদপুর প্রতিনিধি
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
চাঁদপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদরাসা এডুকেশনের আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লব এবং ভোকেশনাল ট্রেড চালু প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ফাতেমা জাহান। কর্মশালা পরিচালনা করেন সিডিএমই স্কিমের প্রোগ্রাম অফিসার মো: আবুল বাশার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিডিএমই স্কিমের উপ পরিচালক (প্রোগ্রাম), মোশরেকুল আলম, উপ স্কিম পরিচালক (প্রশাসন), মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার মো: রুহুল্লাহ, সহকারী স্কিম পরিচালক এস এম দেলোয়ার হোসেন, লাইলুন নাহার প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার সব মাদরাসার অধ্যক্ষসহ ২৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা