০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

উৎসবমুখর পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ

-

উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল বুধবার দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল ময়মনসিংহের গফরগাঁওয়ে নতুন বছরের প্রথম দিনে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। পৌরশহরের বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক এ কে এম হাবিবুর রহমান কাজলের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রব্বানী, গফরগাঁও ইন্সট্রাক্টর ইউ আরসি শাহ আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা সুলতানা প্রমুখ।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, কাউখালী সদরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সকাল ১১টায় নতুন ছাত্র-ছাত্রীদের বই তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
এ সময় এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লা।
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক কাউখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির সদস্যসচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, গতকাল বুধবার সকালে আলেকজান্ডার কামিল মাদরাসা হল রুমে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ছাত্র ছাত্রীদের মধ্যে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- নেজারত ডেপুটি কালেক্টর লক্ষ্মীপুর মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, মাদরাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রামগতি প্রেস ক্লাব সভাপতি মো: রেজাউল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবুবক্কর ছিদ্দিকী।
গতকাল বেলা সোয়া ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাক-প্রাথমিক কেন্দ্রের ২০ ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের ১০ শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইফা’র ফিল্ড সুপারভাইজার শফিকুল আলম সারোয়ার, খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ


আরো সংবাদ



premium cement
নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম, জানালেন আফ্রিদি ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ফ্লাইট খালেদা জিয়ার রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার করে নির্বাচন হওয়া উচিত : হামিদুর রহমান আযাদ বাউফলে কলেজশিক্ষকের বসতঘর থেকে স্বর্ণালঙ্কার লুট টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংকের কমিটি গঠন পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হচ্ছে মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু তারেক রহমানের ৪ মামলা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

সকল