০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

আড়িয়াল বিলে কৃষি জমির মাটি কাটার মহোৎসব

আড়িয়াল বিলে কৃষি জমির মাটি প্রভাবশালীরা ভেকু দিয়ে কেটে নিচ্ছে : নয়া দিগন্ত -

মুন্সীগঞ্জের পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে আবস্থিত আড়িয়াল বিল। শ্রীনগর, সিরাজদিখান, দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে দেশের মধ্যাঞ্চলের সর্ববৃহৎ ও প্রাচীন এ বিলটি। চার উপজেলা নিয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা আড়িয়ালের মাটি খেকোদের দৌরাত্ম্যের কারণে এ বিলের টপ সয়েল লুট হয়ে যাচ্ছে।
হুমকিতে রয়েছে প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের এ বিলটি। এ বিলে প্রায় ২৮ হাজার হেক্টর জমির মধ্যে ১০ হাজার হেক্টর খাস ও ভেস্টেড অ্যান্ড নন ভেস্টেট প্রপার্টি রয়েছে। শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা ও মদনখালী এলাকার আড়িয়ল বিলের একাধিক স্থানে স্ক্যাভেটর (ভেক্যু) মেশিন দিয়ে কৃষি জমির টপ সয়েল কাটার মহোৎসব চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়িল বিলের বাড়ৈখালী এলাকায় মাটি কাটার যন্ত্রগুলো নিয়ন্ত্রণ করছেন ওই এলাকার রাসেল, মাহবুব দেওয়ান, আজাদসহ একটি সিন্ডিকেট। সরেজমিন আড়িয়াল বিলের বাড়ৈখালীর অংশের কয়েক স্থানে মাটি কাটার দৃশ্য চোখে পড়েছে। এর মধ্যে বাড়ৈখালী ইউপি ভবনসংলগ্ন খাহ্রা সড়কের কালভার্টের দক্ষিণে প্রায় তিন একর জমির মাটি কাটতে দেখা যায়।
ভেক্যু চালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়ল বিলের এই দিকে ভেক্যু মেশিন নিয়ন্ত্রণ করছে ওই এলাকার শামীম ও শাজাহান। মো: শামীম বলেন, তিনি ভাড়ায় ভেক্যু এনে জমি কাটার কাজ করছেন। কৃষি জমির টপ সয়েল কেটে নেয়ার বিষয়ে তিনি দাবি করেন, জমির মাটি কাটার জন্য একটি ভেক্যু আনার ছাড়পত্র রয়েছে।
খাহ্রা এলাকায় মাটি কাটার বিষয়ে জানতে চাইলে মাহবুব দেওয়ান নামে একজন বলেন, তিনি মাটি কাটছেন বাড়ৈখালীর রাসেলের নির্দেশে। কৃষি জমির উর্বর মাটি দিয়ে কী করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব জমির মাটি ইটের ভাটায় যাচ্ছে। অভিযুক্ত মাটি খেকো চক্রের অন্য সদস্যরা ফসলী জমির মাটি কাটার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ৈখালীর স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন, মাটি খেকো চক্রের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে এলাকার সাধারণ মানুষ সাহস পায় না।
উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, কৃষি জমির উর্বর মাটি কাটা অন্যায়। এতে ফসল উৎপাদন কমবে। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাটি কাটা বন্ধ করব। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জোবায়ের হাবিব জানান, এ বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি। কৃষিজমির মাটি কাটার বিষয়টির যদি সত্যতা থাকে তাহলে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
টাংগুয়ার হাওর থেকে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্রসহ আটক ৩ ২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস সাতক্ষীরার দেবহাটায় তিন পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তুরাগ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিডনি টেস্টে দাপট দেখাচ্ছে ভারত ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ বিচারক রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাতভর অভিযানে ৫০ মামলা

সকল