০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

মাধবদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

-

বোরো আবাদের জন্য সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। কৃষকরা রাত জেগে পাহারা বসালেও চুরি ঠেকাতে পারছেন না। বিগত বছরের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলায় প্রায় ১১৫টি ট্রান্সফরমার চুরি হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের সমিতির-১ আওতায় আবাসিক এক লাখ ৯০ হাজার ৮৪১টি, বাণিজ্যিক ১৬ হাজার ৯০৪টি, দাতব্য প্রতিষ্ঠান দুই হাজার ৪৫টি, সেচ এক হাজার ৪৭১টি, শিল্প আট হাজার ৪০৩টি, আন্যান্য এক হাজার ১৪৪ গ্রাহকের জন্য ১২ হাজার ৫৬০টি ট্রান্সফরমার রয়েছে, যার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এর মধ্যে সেচকাজে প্রায় ১১ হাজার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কিন্তু কিছুদিন পর পর এসব ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। গত ৩০ ডিসেম্বর খোর্দ্দনা পাড়া গ্রামের কৃষক এনামুল করিম ও ফজলুল হকের দু’টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। খোর্দ্দনা পাড়ার গ্রামের কৃষক ফজলুল হক জানান, গত ৩০ ডিসেম্বর গভীর রাতে তাদের দু’টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু বকর শিবলী বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

 


আরো সংবাদ



premium cement