টঙ্গী সরকারি কলেজে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কর্তৃপক্ষের পূর্বানুমতি ও টেন্ডার ছাড়াই সরকারি সম্পদ গোপনে বিক্রি ও তসরুফের ঘটনায় কলেজ অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদকের তদন্তদল। সোমবার বেলা ১১টায় দুদকের তিন সদস্যের তদন্তদল এ অভিযান পরিচালনা করে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, দুদকের গাজীপুর জেলা শাখার সহকারী পরিচালক মো: এনামুল হক, সহকারী পরিচালক মো: মোশিউর রহমান ও সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম।
দুদকের গাজীপুর জেলা শাখার সহকারী পরিচালক মো: এনামুল হক জানান, টঙ্গী সরকারি কলেজের পাশে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের বিলুপ্ত আদমজী জুট মিলের জায়গায় একটি অডিটোরিয়াম ছিল, যা একসময় টঙ্গী পৌরসভা ও বর্তমানে গাজীপুর সিটি করপোরেশন পরিচালনা করত। গত ৫ আগস্টের পর কলেজ কর্তৃপক্ষ অনাধিকার বলে অডিটোরিয়ামটি ভেঙে লোহা লক্করসহ যাবতীয় মালামাল গোপনে বিক্রি করে দেয় এবং বিক্রয়লব্ধ মোটা অঙ্কের অর্থ তসরুফ করে মর্মে সংবাদপত্রে খবর প্রকাশ হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে এ দুদক কর্মকর্তা বলেন, অভিযুক্ত কলেজ অধ্যক্ষ আমাদের প্রশ্নের কোনো সদুত্তোর দিতে পারেননি। অভিযুক্ত অপর দুই শিক্ষক তদন্তকালে কলেজে অনুপস্থিত ছিলেন। আরো অধিকতর তদন্তের জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার গাজীপুর দুদক কার্যালয়ে তলব করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, দুদকের তদন্ত দল আমাদের কাছে বিভিন্ন বিষয়ে যা জানতে চেয়েছে আমরা তার উত্তর দিয়েছি। এর বাইরে কোনো বিষয়ে কিছু জানা নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা