সারা দেশে তারুণ্যের র্যালি অনুষ্ঠিত
- নয়া দিগন্ত ডেস্ক
- ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার ল্েয সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল হাটহাজারীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অনন্দ শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটিসহ বিভিন্ন মহাসড়ক অতিক্রম করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
বান্দরবান প্রতিনিধি জানান, গতকাল বান্দরবানে তারুণ্যের উৎসব নিয়ে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসন বান্দরবানের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে একই স্থানে এসে শেষ হয়।
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার মোহনগঞ্জে নতুন দেশ গড়ার ল্েয তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ শোভযাত্রা তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা সভা উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা