০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ডুমুরিয়ার আঠারোমাইলে মহাসড়কে বাজার, যানজট

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আঠারোমাইল কাঁচাবাজার : নয়া দিগন্ত -


আধুনিক মানের কাঁচাবাজারের স্থান নির্মিত হলেও মহাসড়কের উপর পাইকারি কাঁচাবাজার বসিয়ে প্রতিদিন চলছে বেদম বেচাকেনা। এতে সীমাহীন যানজটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও পরিবহনের যাত্রীরা। জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।
ডুমুরিয়ার আঠারোমাইল বাসস্ট্যান্ডসংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুইপাশে আড়তের অবস্থান। এখানে প্রতিদিন ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচামাল বেচাকেনা হয়। ডুমুরিয়া, তালা ও কেশবপুর উপজেলার কৃষকরা যেমন তাদের উৎপাদিত শাকসবজি ও বিভিন্ন ফলফলাদি বিক্রি করতে এখানে নিয়ে আসেন, তেমনি আশপাশের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরাও এখানে মালামাল কিনতে আসেন। এ কারণে প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম ঘটে সড়কের দুই পাশের এ পাইকারী কাঁচাবাজারে।

ফলে ব্যস্ততম এ মহাসড়কের দুইপাশে মালামাল আনানেয়া ও কেনাকাটার কারণে মহাসড়কে সীমাহীন যানজটের সৃষ্টি হয়। মহাসড়কটির ওপর দিয়ে প্রতিদিন খুলনা-সাতক্ষীরা, যশোর-সাতক্ষীরা ও খুলনা-পাইকগাছা রুটের কয়েক শো পরিবহন কোচ চলাচল করে। এ ছাড়া সাতক্ষীরা ও পাইকগাছা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বরিশালসহ বিভিন্ন রুটে দূরপাল্লার পরিবহন এবং পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যান চলাচল করে। এতকিছুর পরও একপ্রকার নিরূপায় হয়ে মহাসড়কের উপরে জীবনের ঝুঁঁকি নিয়ে ক্রেতাবিক্রেতারা কাঁচামাল বেচাকেনা করছেন। অন্য দিকে সাতক্ষীরা পাইকগাছা ও কয়রা থেকে আসা সাধারণ যাত্রী থেকে শুরু করে রোগী, অফিসগামী চাকরিজীবী ও ব্যবসায়ীরা যানজটের কবলে পড়ে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে।
এ মারাত্মক জনভোগান্তির কথা উপলব্ধি করেই এ বাজার থেকে কিছুটা উত্তর দিকে সরে গিয়ে মহাসড়কের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে আধুনিক মানের একটি পাইকারী কাঁচাবাজার। অথচ হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী ছাড়া আর কেউ-ই সেই আড়তে গিয়ে ব্যবসা করছেন না। এতে দিনদিন জনভোগান্তি যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি আড়ৎ নির্মাণ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির মালিকপক্ষ। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।

এ ব্যাপারে নতুন আড়তের প্রতিষ্ঠাতা শেখ নুর ইসলাম কোহিনুর বলেন, আমিও ওই বাজারের ব্যবসায়ী ছিলাম। কিন্তু মহাসড়কের দুইপাশে আড়ৎ থাকায় প্রতিনিয়ত যানজট সমস্যার কারণে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সতর্ক করা হয়। এরপর আমরা বাস্তবতা উপলব্ধি করেই আধুনিক মানের এ আড়ৎটি নির্মাণ করি। কিন্তু কী কারণে অন্য ব্যবসায়ীরা এখনো এখানে আসছে না, সেটা বোধগম্য নয়।
কাঁচাবাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান বিশ্বাস জনভোগান্তির কথা স্বীকার করে বলেন, আমরা প্রায় একযুগ ধরে এ আড়তে ব্যবসা করছি। হঠাৎ করে জায়গা পরিবর্তন করি কিভাবে। মহাসড়কের ওপর বাজার বসানোর অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি জমির মালিকের সাথে কথা বলতে বলেন।
চুকনগর (খর্নিয়া) হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বলেন, হাইওয়ের উপর যানজট নিরসনে আমরা বাজার কমিটিকে বারবার তাগিদ দিয়েছি, কিন্তু তারা কোনো গুরুত্বই দিচ্ছে না। ডুমুরিয়া থানা ওসি মাসুদ রানা বলেন, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে আমাদের কাছে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। আমরা তদন্তসাপেক্ষে একটি লিখিত প্রতিবেদন দাখিল করেছি।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল