০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

সিলেট-জকিগঞ্জ সড়কে হঠাৎ বাস চলাচল বন্ধ

চরম ভোগান্তি যাত্রীদের
-

সিলেট-জকিগঞ্জ সড়কে কোনো আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। ফলে জেলা শহর সিলেটের সবচেয়ে দূরবর্তী এই অঞ্চলের মানুষজন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। গত রোববার বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য জকিগঞ্জের সব ক’টি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কে ফুটবল খেলতে গিয়ে বাস চাপায় জকিগঞ্জের একটি স্কুলছাত্র নিহতের ঘটনায় ছাত্ররা ওই গাড়ি স্কুলে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। দিনভর সড়ক অবরোধ করে দুর্ঘটনা কবলিত গাড়ি ছাড়াও অন্য গাড়ির যাত্রী নামিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ বাস চালক ও শ্রমিকরা সকাল থেকে জকিগঞ্জের সব ক’টি সড়কে গাড়ি চলাচল বন্ধ রেখেছে। তারা সুষ্ঠু বিচার না পেলে আজ মঙ্গলবার থেকে সিলেটের অন্যান্য সড়কেও বাস চলাচল বন্ধ রাখার জন্য দাবি জানিয়েছে।
তবে সাধারণ যাত্রীদের অভিযোগ, সিলেট-জকিগঞ্জ সড়কে যে কোনো তুচ্ছ ঘটনার সূত্র ধরে বাস মালিক ও শ্রমিকরা গাড়ি বন্ধ করে রাখে কিংবা ধর্মঘটের ডাক দিয়ে বসে। গতকালের ঘটনায় কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে। তারা কয়েকদিন পরপর পরিবহন শ্রমিকদের এমন নৈরাজ্য বন্ধে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করে জকিগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প চিন্তার জন্য উদাত্ত আহ্বান জানান।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান বলেন, জকিগঞ্জ সড়কে বাসচলাচল বন্ধের বিষয়টি জেনে আমি ডিসি স্যারের সাথে যোগাযোগ করেছি। স্যার বিষয়টি নিরসনে উদ্যোগ নিয়েছেন।
সিলেট জেলা প্রশাসক শের মো: মাহবুব মুরাদ জানান, তিনি বিষয়টি জেনেছেন। এটি সমাধানে উদ্যােগ নেয়া হয়েছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement
শৈলকুপায় বাইকের ধাক্কায় নিহত ১ ঘিওরে অটোবাইকের চাপায় নিহত ১ বিএসএফ বাংলাদেশ থেকে ‘গুণ্ডাদের’ পশ্চিমবঙ্গে প্রবেশে সহায়তা করছে, অভিযোগ মমতার যোগ্যতার শর্ত পূরণ করেই ভাইবায় ডাক পেয়েছিলেন শিবির সভাপতি মোবারক প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা রাবিতে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা, কর্মবিরতির ডাক অফিসার্স সমিতির হীম ঠাণ্ডায় জুবুথুবু উত্তরাঞ্চল, গরম কাপড়ের জন্য হাহাকার রংপুরের বিপক্ষে দাঁড়াতেই পারলো না বরিশাল দরপত্র ছাড়াই রাসিকে সংস্কার কাজের অভিযোগ, দুদকের অভিযান বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেসেট থেকে পদত্যাগ করবেন চিন্ময়ের জামিন না পাওয়াকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলল মমতার দল

সকল