কুমিল্লার মাধাইয়া বাজারে শতাধিক দোকান পুড়ে ছাই
- কুমিল্লা প্রতিনিধি
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকানপাট পুড়ে ছাই হয়েছে। গত রোববার রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট করে তিনটি স্টেশনের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, বাজারের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সবগুলো ব্যবসাপ্রতিষ্ঠান হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। বাজারের ব্যবসায়ী রমিজ উদ্দিন বলেন, মাধাইয়া বাজারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই অবস্থিত। মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরাও নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে। এতে মহাসড়কের মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, চোখের সামনে শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার অবস্থা। দোকানের সবকিছু আগুন পুড়তে দেখছেন ব্যবসায়ীরা। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন, নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকারসহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন সহায়তা প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা