খুলনায় নৌপরিবহন মালিক গ্রুপের কমিটি ভেঙে দখলের অভিযোগ
- খুলনা ব্যুরো
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আদালতে মামলা চলমান থাকার পরও এখতিয়ার বহির্ভুতভাবে অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেছেন খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের সদস্যরা। তাদের দাবি, দীর্ঘ ১৫ বছর পর নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর আকষ্মিকভাবেই একটি পক্ষ আবার সদস্যদের ভোটাধিকার হরণ করেছে। তারা নির্বাচন ছাড়া সংগঠন দখলের চেষ্টা করছেন।
গতকাল সোমবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মালিক গ্রুপের এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আব্দুল গফফার বলেন, ২০০৯ সালে মালিক গ্রুপের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর আর নির্বাচন হয়নি।
একটি পক্ষ সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করে আসছিল। সবশেষ ১৪ আগস্ট বিগত কমিটি পদত্যাগ করে। পরবর্তীতে সাধারণ সদস্যেদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিট গঠন হয়। কমিটি ৩০ নভেম্বর নির্বাচনের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এক প্রার্থীর স্ত্রী নির্বাচনের মাত্র দুইদিন আগে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আদালত নির্বাচন স্থগিত করে আগামী ৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। এ অবস্থায় একটি পক্ষ ছাত্র সমন্বয়কদের ডেকে নিয়ে গত ২৯ ডিসেম্বর ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। মালিক গ্রুপের ১৫৩ সাধারণ সদস্যের মধ্যে বর্তমানে মালিক গ্রুপের ২০-২২ জন সদস্য অনুপস্থিত রয়েছেন। আর নির্বাচনের পক্ষে ৯০ জন সদস্য। অথচ এখানে কারো মত প্রকাশের সুযোগ দেয়া হয়নি। বিগত বছরের মতো কমিটি গঠন ও ঘোষণা দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা