আদমদীঘিতে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা
- আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বগুড়ার আদমদীঘিতে ভয় দেখিয়ে প্রতিবেশী প্রবাসী চাচার স্ত্রীকে (৩৪) ধর্ষণের অভিযোগে আব্দুস সবুর তুহিনের (৩৬) বিরুদ্ধে মামলা হয়েছে। তুহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। গত রোববার রাতে আদমদীঘি থানায় ধর্ষণের শিকার ওই প্রবাসির স্ত্রী বাদি হয়ে এই মামলা করেন। অভিযুক্ত আসামি আব্দুস সবুর তুহিন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির চাটখইর গ্রামের গোলাম মোস্তফা ওরফে দিলবর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী ও দুই সন্তান রেখে প্রায় চার বছর আগে চাকরির সুবাদে সৌদি আরবে যান। সে সুযোগে তার স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশী ভাতিজা ও বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সবুর তুহিন নানাভাবে অনৈতিক কর্মকাণ্ডের জন্য কুপ্রস্তাব দিতো। তার কুপ্রস্তাবে অস্বীকৃতি জানালে তুহিন তার সন্তানদের ক্ষতি করবে বলে হুমকি-ধামকি দেয়। গত ২৯ নভেম্বর রাত ১২টার দিকে সেই প্রবাসীর স্ত্রী ঘুমিয়ে পড়লে তার শয়নঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গত ১৬ ডিসেম্বর তার স্বামী দেশে ফিরলে পুরো ঘটনা খুলে বলেন।
এ ব্যাপারে অভিযুক্ত তুহিনের সাথে কথা বলার জন্য একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী নিজেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা