কলাপাড়া উপজেলার ৭৭ কিমি বেহাল সড়কে চলা দায়
- এইচ এম হুমায়ুন কবির কলাপাড়া (পটুয়াখালী)
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০৬
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গ্রামীণ জনপদের ৭৭ কিলোমিটার পাকা সড়ক পথ খানাখন্দে ভরে এখন চরম বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নির্মিত বিটুমিনাস কার্পেটিংয়ের অধিকাংশ সিলকোটই উঠে গেছে। কোনো কোনো সড়কে কার্পেটিংয়ের অস্তিত্ব পর্যন্ত নেই। বালু ও কাদা মাটি বেরিয়ে গেছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যানবাহন উল্টে দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ।
গ্রামের মানুষের দাবি, ছয় চাকার অবৈধ দৈত্যাকৃতির যান, হামজা কিংবা ট্রলি অতিরিক্ত মালামাল বোঝাই করে চলাচলের কারণে শুধু পাকা সড়ক নয়, কাঁচা ও হেরিংবন্ড রাস্তাও ভেঙে গেছে।
এলজিইডির তথ্য মতে, তিন মিটার প্রস্থ এক কিলোমিটার সড়ক পাকা করতে ৮০ লাখ থেকে সর্বোচ্চ এক কোটি টাকা খরচ হয়। অথচ অবৈধ ছয় চাকার দৈত্যাকৃতির ট্রলি-হামজা চাকায় পিস্ট হয়ে নির্মাণের চার-পাঁচ মাস পরই নষ্ট হয়ে যায়। ফলে সরকারের শতকোটি টাকার পাকা সড়ক ছাড়াও আরো ৫০ কোটি টাকার কাঁচা কিংবা ইটের রাস্তারও সর্বনাশ হয়েছে। অথচ এসব বন্ধ করতে নেই কোনো পদক্ষেপ। ফলে সড়ক ধ্বংসের এই ধারা অব্যাহত রয়েছে।
এলজিইডি অফিস সূত্র জানায়, উপজেলায় এলজিইডি নির্মিত পাকা-কাঁচা মোট সড়ক রয়েছে এক হাজার ৯৬৮ কিলোমিটার। এর মধ্যে উপজেলা সংযোগ সড়ক রয়েছে ১০টি, যার দৈর্ঘ্য ১২০ দশমিক ১৪ কিলোমিটার। ইউনিয়ন সংযোগ সড়ক রয়েছে ২৩টি। যার দৈর্ঘ্য ২২৯ দশমিক ৯৭ কিলোমিটার। গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক (এ টাইপ) রয়েছে ৫১টি। যার দৈর্ঘ্য ২৪২ দশমিক ৮৬কিলোমিটার। গ্রামীণ কম গুরুত্বপুর্ণ (বি-টাইপ) প্রত্যন্ত এলাকার সড়ক রয়েছে ৪৪৫টি। যার দৈর্ঘ্য ১৩৪৫ কিলোমিটার। এর মধ্যে চার শ্রেণীর সড়কের মধ্যে বিটুমিনাস কার্পেটিং (পাকা) সড়ক রয়েছে ৩০৪ দশমিক ৯৩ কিলোমিটার। ১০৭ দশমিক ৫ কিলোমিটার সড়ক রয়েছে এইচবিবি। আরসিসি ও সিসি সড়ক রয়েছে প্রায় দুই কিলোমিটার। এ ছাড়া কাঁচা মাটির সড়ক রয়েছে এক হাজার ৫৫৪ দশমিক ৬১ কিলোমিটার। ১২টি ইউনিয়নের হিসাব এটি।
এসব ইউনিয়নের চেয়ারম্যানদের মতে, ১২ ইউনিয়নের অন্তত ৯০ কিলোমিটার পাকা বিটুমিনাস কার্পেটিং সড়ক খুব খারাপ হয়ে গেছে। গেছে যান চলাচল অনুপযোগী। যার মধ্যে টিয়াখালী প্রায় ১৫ কিলোমিটার, ধানখালীতে প্রায় দুই কিলোমিটার, চম্পাপুরে সাড়ে পাঁচ কিলোমিটার, লালুয়ায় ১০ কিলোমিটার, বালিয়াতলীতে ১১ কিলোমিটার, ধুলাসারে তিন কিলোমিটার, মিঠাগঞ্জে আট কিলোমিটার, নীলগঞ্জে প্রায় সাত কিলোমিটার, মহিপুরে আড়াই, লতাচাপলীতে ৯ কিলোমিটার ও ডালবুগঞ্জ ইউনিয়নে সাড়ে চার কিলোমিটার মোট ৭৭ কিলোমিটার পাকা সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এর মধ্যে হেরিংবন্ড ছাড়াও কাঁচা আরো ১০০ কিলোমিটার সড়কের বেহাল দশা রয়েছে।
কলাপাড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, বর্তমানে ১০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। এ ছাড়া বর্তমান বছরে আরো আট কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। তিনি আরো জানান, পর্যায়ক্রমে সড়কগুলো পাকাকরণ করার পাশাপাশি মেরামত করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা