০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

চকরিয়ায় প্রতারক চক্রের খপ্পরে নিঃস্ব হচ্ছে নগদ এজেন্টরা

-

চকরিয়া উপজেলার নগদ এজেন্টরা প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। সুকৌশলে একটি সংঘবদ্ধ চক্র এজেন্টদের অ্যাকাউন্ট ক্লোন করে পিনকোড নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে। এই প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনায় কোনো উদ্যোগ না থাকায় তাদের প্রবণতা দিন দিন বেড়েই চলছে।
চকরিয়া পৌর শহরের আনোয়ার শপিং কমপ্লেক্সের মেসার্স মডার্ণ ইলেকট্রনিকস নামের নগদ এজেন্টের মালিক জহির হোসাইন জানান, গত ২১ ডিসেম্বর দুপুরের দিকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পিতভাবে এসে তার বিকাশের দোকান থেকে নগদ অ্যাকাউন্টে কিছু টাকা সেন্টমানি করে। এ সময় সুকৌশলে তার এজেন্ট নম্বরের পিনকোড নিয়ন্ত্রণে নিয়ে যায়। এরপর তিন মিনিটের মধ্যেই এক লাখ দুই হাজার টাকা পাঁচটি নগদ অ্যাকাউন্ট সিমের মাধ্যমে ট্রানস্ফার করে নেয়। এতে নগদ অ্যাকাউন্ট গ্রাহক ও এজেন্টরা আতঙ্কিত হয়ে পড়েছে। এ বিষয়ে নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেও কোনো প্রতিকার পায়নি বলে গ্রাহকরা জানান।
জানা যায়, গত এক মাসের মধ্যে এ চক্রটি উপজেলার বিভিন্ন বাণিজ্যিক এলাকার নগদ এজেন্টদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এদের হাতে থাকা সিমগুলো ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে সংগ্রহ করা।
এ ব্যাপারে চকরিয়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ রাব্বি ইশান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের প্রতারণার অভিযোগ নিয়ে বহু গ্রাহক থানায় জিডি করতে আসছে। যার প্রেক্ষিতে তদন্ত করতে গিয়ে দেখা যায়, পেক আইডি দিয়ে ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে এসব সিমকার্ড সংগ্রহ করে প্রতারণা করে যাচ্ছে এ চক্রটি। তিনি আরো বলেন, সিম কোম্পানিগুলো রেজিস্ট্রেশন নিয়মনীতি অনুসরণ না করায় এবং এজেন্টদের অসাবধানতার কারণে প্রতিনিয়ত এমন প্রতারণার শিকার হচ্ছে কেউ না কেউ।

 


আরো সংবাদ



premium cement