০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

‘পানি লাগবো পানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

-

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মুগ্ধ স্মরণে ‘ইউএসএ বাংলা কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ ‘পানি লাগবো পানি’ হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বড়রা যা পারেনি ছাত্ররা আন্দোলন করে আমাদের সবধরনের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাস রচনা করেছে। গত শনিবার ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে শাহ মো: সফিনূর সম্পাদিত ‘পানি লাগবো পানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন। ফোরামের সভাপতি লোক গবেষক আবু সালেহ আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদ করিমের সঞ্চালনায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও লিডিং ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ড. আব্দুল মজিদ মিয়া।

 

 


আরো সংবাদ



premium cement