০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে ৬ জনকে কুপিয়ে জখম

-

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বান্দুরা ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা রাসেল আহম্মেদের দায়ের কোপে বৃদ্ধ চাচা আনসার আলীকে (৬০) রক্তাক্ত জখম করেছে। এ ছাড়াও এ ঘটনায় নারীসহ আরো পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার নয়ানগর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহতের স্ত্রী বাদি হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত আনসার আলীর স্ত্রী রুনা আনসার অভিযোগ করে বলেন, তারা তার স্বামীর ব্যবসার কাজে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকা শহরে বসবাস করছেন। অভিযুক্তরা হলেন- আমার ভাসুরের ছেলে রাসেল, ভাসুর মজর আলী ও জা তাছলিমা বেগম। তারা আমাদের সাথে অনেক দিন ধরে বসতবাড়ি নিয়ে বিরোধ করে আসছে।

দীর্ঘ ২২ বছর পর আমার স্বামীর পৈতৃক বসতবাড়িতে বসতঘর নির্মাণ করতে ছিলাম আমরা। ঘটনার দিন সকালে ভাতিজা রাসেল তেড়ে এসে আমার স্বামীর ওপর ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেছে। পরে সে বাম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতে কোপ লেগে রক্তাক্ত জখম হয়। আমার ভাসুর মজর আলী ও জা তাছলিমা শাবল দিয়ে আমাকে এলোপাথাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করেছে।
এ ছাড়াও আমার মেয়ে এবং আমাদের তিনজন শ্রমিককে ওরা মেরে আহত করেছে। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় আমাদেরকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আমরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। তিনি আরো বলেন, অভিযুক্ত রাসেল একজন মাদককারবারি ও সেবনকারী আমি তার বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত রাসেল বলেন, আনসার আলী আমার চাচা। সে সব সময় আমাদেরকে পুকুরের দিকে ঠেলে এবং সে ভালো জায়গায় ঘর তুলাতে চায়। এ নিয়ে তার সাথে তর্ক হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement