০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

কুড়িগ্রামে দুর্লভ শকুন দেখতে জনতার ভিড়

ফুলবাড়ীর মোহরটারি গ্রামে উদ্ধার বিরল প্রজাতির শকুন : নয়া দিগন্ত -

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোহরটারি গ্রামে বিরল প্রজাতির একটি শকুন ধরা পড়েছে। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দুপুরে স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে একটি বড় আকৃতির পাখিকে পড়ে থাকতে দেখেন। পরে সেটিকে উদ্ধার করে গ্রামের একটি নিরাপদ স্থানে রাখা হয়।
সরেজমিন উপজেলার মোহরটারি গ্রামে দেখা যায়, দুর্লভ শকুনটিকে দেখতে জনতারা ভিড় করছে। স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, ‘আমি জমিতে কাজ করতে গিয়েছিলাম, তখন হঠাৎ দেখি বড় একটি পাখি নড়াচড়া করছে, কিন্তু উড়তে পারছিল না। কাছে গিয়ে দেখি এটি একটি বিরল শকুন। এরপর আমরা কয়েকজন মিলে পাখিটিকে ধরে গ্রামে নিয়ে আসি।’ শকুনটিকে এক নজর দেখতে গ্রামবাসী ভিড় জমাচ্ছেন। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও বিরল পাখিটি দেখতে আসছেন। মোহরটারি গ্রামে এমন বিরল পাখি আগে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। অনেকেই মোবাইলে পাখিটির ছবি ও ভিডিও ধারণ করছেন।

এলাকাবাসী স্থানীয় বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। বন বিভাগের কর্মকর্তা জানান, ‘খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, পাখিটি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত। আমাদের দল শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সুরক্ষার ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় মিলন মিয়া জানান, শকুনটি দেখতে অনেক বড় এবং বেশ দুর্বল মনে হচ্ছে। এটি সম্ভবত শিকার বা খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সংরক্ষণ করা হলে প্রকৃতির জন্য ভালো হবে। এ বিষয়ে বন বিভাগ ও পরিবেশ সংস্থাগুলো একযোগে কাজ করছে। শকুনটির চিকিৎসার পর সুস্থ হলে এটি প্রকৃতিতে ফিরিয়ে দেয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
এদিকে, বিরল এই শকুন দেখতে আসা জনতার মধ্যে অনেকেই প্রাণিকুল সংরক্ষণে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

 

 


আরো সংবাদ



premium cement
সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো নির্বাচনের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্র হতে পারে : গোলাম পরওয়ার ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার ‘শেখ হাসিনা দেশের ক্ষতি ছাড়া কিছুই দিতে পারেনি’ দোয়ারাবাজার সীমান্তে ৬২ বস্তা রসুনসহ আটক ৩ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ৪ সেনা সদস্য নিহত স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ রায়গঞ্জ ও সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি

সকল