কারো প্রভুত্ব নয়, আমরা চাই সুষম বন্ধুত্ব : রফিকুল ইসলাম খান
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০৩
‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কারো তাঁবেদারি কিংবা প্রভুত্ব নয়, আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুষম বন্ধুত্ব। এ দেশের মানুষ জেগে উঠতে শিখেছে। জেগে ওঠা জনগণ কারো প্রভুত্ব মেনে নেয় না।’ গতকাল রোববার বিকেলে কাজিপুর উপজেলা জামায়াতের আয়োজনে আলমপুর চৌরাস্তা গোলচত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি রফিকুল ইসলাম খান বলেন, ট্যাক্সের টাকায় কেনা গুলি জনগণের বুকে মেরে অবৈধ সরকারকে যারা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। লুটপাটকারী এসব চোরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ঢিলেঢালাভাবে দেশ চালালে হবে না। শক্ত হাতে দেশ চালাতে হবে।
বাংলাদেশ জামায়াত ইসলামী কাজিপুর উপজেলার সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক আরমান আরমান হোসেন ও কাজিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুরের যৌথ সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, ঢাকা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আবদুর রহিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস ছালাম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার, বগুড়া জেলার শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান দবিউর রহমান, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা