০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

কারো প্রভুত্ব নয়, আমরা চাই সুষম বন্ধুত্ব : রফিকুল ইসলাম খান

-

‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কারো তাঁবেদারি কিংবা প্রভুত্ব নয়, আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুষম বন্ধুত্ব। এ দেশের মানুষ জেগে উঠতে শিখেছে। জেগে ওঠা জনগণ কারো প্রভুত্ব মেনে নেয় না।’ গতকাল রোববার বিকেলে কাজিপুর উপজেলা জামায়াতের আয়োজনে আলমপুর চৌরাস্তা গোলচত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি রফিকুল ইসলাম খান বলেন, ট্যাক্সের টাকায় কেনা গুলি জনগণের বুকে মেরে অবৈধ সরকারকে যারা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। লুটপাটকারী এসব চোরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ঢিলেঢালাভাবে দেশ চালালে হবে না। শক্ত হাতে দেশ চালাতে হবে।

বাংলাদেশ জামায়াত ইসলামী কাজিপুর উপজেলার সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক আরমান আরমান হোসেন ও কাজিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুরের যৌথ সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, ঢাকা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আবদুর রহিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস ছালাম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার, বগুড়া জেলার শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান দবিউর রহমান, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো নির্বাচনের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্র হতে পারে : গোলাম পরওয়ার ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার ‘শেখ হাসিনা দেশের ক্ষতি ছাড়া কিছুই দিতে পারেনি’ দোয়ারাবাজার সীমান্তে ৬২ বস্তা রসুনসহ আটক ৩ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ৪ সেনা সদস্য নিহত স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ রায়গঞ্জ ও সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি

সকল