০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

লোহাগড়া বাজার বণিক সমিতির নির্বাচনে ইবাদত সভাপতি ও কদর সম্পাদক

-

নড়াইলের লোহাগড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে এক হাজার ৪৪৪ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোট গণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে মো: ইবাদত শিকদার ছাতা মার্কা নিয়ে ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো: আসাদুজ্জামান কদর তালা মার্কায় ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মাসুদ মোল্যা ও রিপন মোল্যা নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: রাজু আহম্মদ বাপ্পী ও সোহেল রানা নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মাজহারুল শুভ্র, কোষাধ্যক্ষ পদে আহসানুল কবির প্রিন্স, প্রচার সম্পাদক পদে ইবাদত সরদার, দফতর সম্পাদক পদে উজ্জ্বল শেখ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে অনুপ স্বর্ণকার ও রোহান শেখ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সাধারণ সম্পাদক প্রার্থী মোল্লা আকিদুল ইসলাম এই পদের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে আবেদন করেছেন।


আরো সংবাদ



premium cement