০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সস্ত্রীক গ্রেফতার

-

খুলনায় শীর্ষ সন্ত্রাসী মো: পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) ও তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে (২৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত শনিবার গভীর রাতে নগরীর গোবরচাকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। পলাশ নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, সন্ত্রাসী গ্রেফতারে সেনা, নৌ, পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযান চলছে। তার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালান হয়।
সেখান থেকে নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো: পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে গ্রেফতার করা হয়। পরে পলাশের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসা তল্লাশি করে বাড়ির আঙ্গিনা থেকে পাঁচটি ককটেল, দু’টি রামদা ও দু’টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, পলাশের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া গতকাল রোববার পলাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement