আইনজীবী সমিতির অর্থ আত্মসাৎ করায় খুলনা ও কুমিল্লায় মামলা
- খুলনা ব্যুরো ও কুমিল্লা প্রতিনিধি
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মৃত এক আইনজীবীর ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার আইনজীবী সমিতির সদস্যসচিব (অ্যাডহক) শেখ নুরুল হাসান রুবা খুলনা থানায় এ মামলা করেন।
খুলনা থানার ওসি মুনীর উল গিয়াস মামলার বিষয় বলেন, মামলায় খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।
বাদির অভিযোগপত্রে জানা যায়, একতরফা ভোটের মাধ্যমে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন জেলা আইনজীবী সমিতির পরিচালনার ভার গ্রহণ করেন। আইনজীবী সমিতির সদস্যদের মৃত্যুর পর কল্যাণ তহবিল থেকে গঠনতন্ত্র অনুযায়ী তাদের কল্যাণার্থী মৃত ব্যক্তির ওয়ারিশদের অর্থ প্রদান করা হয়ে থাকে। ২০২১ সালের ১৫ জুলাই আইনজীবী আব্দুল মাজেদের মৃত্যু হয়। গঠনতন্ত্র অনুযায়ী মৃত আইনজীবীর ৯ লাখ টাকা পাওনা হয়। সমিতির ভাউচার, ক্যাশ বুক ও লেজার খাতায় দেখা যায় ২০২১ সালের ৩০ ডিসেম্বরে মৃত আইনজীবীর ওয়ারিশদেরকে তহবিল থেকে ৯ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। প্রকৃতপক্ষে তাদের কোনো টাকাই দেয়া হয়নি। জালিয়াতির মাধ্যমে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক টাকা আত্মসাৎ করে ভুয়া কাগজ তৈরি করে পরিশোধ বলে দেখিয়েছেন।
এদিকে কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে চার কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মেহনাজ রহমানের আদালতে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদি হয়ে অর্থ আত্মসাতের ঘটনায় আবু তাহেরকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, সমিতির লেজার বইয়ে ওভার রাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার তৈরিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আবু তাহের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে টানা দুই মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে হিসাবরক্ষক কাজী সুমনকে হাতে নিয়ে চার কোটি ২৪ লাখ ২৩ হাজার ৭২০ টাকা আত্মসাৎ করেন।
এর মধ্যে প্রথম মেয়াদে আত্মসাৎ করেন তিন কোটি ৩০ লাখ ৩৮ হাজার ১৪৪ টাকা এবং দ্বিতীয় মেয়াদের ২০২৩-২৪ অর্থবছরে আত্মসাৎ করেন এক কোটি ১৫ লাখ ৮৯ হাজার ৭৬ টাকা।
মামলার বাদি সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, তদন্তে আবু তাহেরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সাধারণ সদস্য পদ বাতিল এবং বরখাস্ত করা হয় হিসাবরক্ষক সুমনকে। আত্মসাৎকৃত অর্থ ফেরত না দিয়ে অভিযুক্ত আবু তাহের ৫ আগস্ট থেকে আত্মগোপনে রয়েছেন। যার কারণে আত্মসাৎকৃত অর্থ আদায়ের লক্ষ্যে এ মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা