পৌরসভার অনুমোদন ছাড়াই গৌরনদীতে জামদানি মেলা
- আরিফিন রিয়াদ গৌরনদী (বরিশাল)
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অবৈধভাবে স্টল বরাদ্দ ও টিকিট বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গৌরনদী উপজেলায় চলমান জামদানি পণ্যমেলা আয়োজক কমিটির বিরুদ্ধে। পৌরসভার কোনো প্রকার অনুমতি ও ইজারা ছাড়াই একটি প্রভাবশালী চক্র এ মেলার আয়োজন করেছ। যে কারণে এ মেলা থেকে অর্জিত লাখ লাখ টাকার রাজস্ব হাচ্ছে সরকার। এছাড়া জেলা প্রশাসনের দেয়া অধিকাংশ শর্তই অমান্য করে জামদানি পণ্য শিল্পের নামে বাণিজ্য মেলা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
জানা গেছে, বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য এ মাজেদের আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার মো: শহীদ উল্লাহ এ মেলার অনুমোদন দেন। ১৪টি শর্তসাপেক্ষে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানাসংলগ্ন পৌরসভার বালুর মাঠে এক মাসব্যাপী চলবে এ মেলা।
সরেজমিনে দেখা যায়, গৌরনদী বন্দর পৌরসভা বালুর মাঠের চারদিকে টিনের বেড়া দিয়ে ৬০টি স্টল, একটি নৌকাদোলা (রাইড), ১টি ড্রাগনট্রেন (রাইড) ও ১টি ভূতের ঘর নির্মাণ করে মেলার কার্যক্রম শুরু করেছে আয়োজক কমিটি।
স্টল মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, আয়োজক কমিটি অবৈধভাবে প্রতিটি স্টল বরাদ্দের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করেন। এ ছাড়া চটপটি-ফুসকার স্টল, বড় একটি শাড়ি থ্রি-পিচের স্টল ও ২টি রাইড এবং ১টি ভূতের ঘর স্টলের জন্য আড়াই লাখ থেকে ১ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করেছেন।
স্টলের মালিকরা জানান, আমরা মেলা কমিটির নির্দেশে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বেচাকেনা করে আসছি। সরকারি গৌরনদী কলেজ শিক্ষার্থী নাদিরা আক্তার ও আগৈলঝাড়া টেমার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হিরা মনি জানান, এখন স্কুল-কলেজ বন্ধ তাই সকাল সাড়ে ১০টার দিকে মেলার কাউন্টার থেকে ১০ টাকা দিয়ে টিকেট কেটে বাণিজ্য মেলায় প্রবেশ করেছি।
শর্ত অমান্য করার অভিযোগ অস্বীকার করে মেলার পরিচালক আজগর সরদার বলেন, অনুমতির শর্তে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা কার্যক্রম চলার কথা, কিন্তু আমরা সকাল ১০টা থেকে মেলার কার্যক্রম শুরু করি। স্টল বরাদ্দ না দিলে এবং টিকেট বিক্রি না করলে খরচ কিভাবে উঠাবো আমরা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: শহীদউল্লাহ্ বলেন, ডিএসবি রিপোর্টর ভিত্তিতে ১৪টি শর্তসাপেক্ষে ৩০ দিনব্যাপী গৌরনদীতে জামদানী মেলার অনুমতি দেয়া হয়েছে। কত টাকা রাজস্বের অনুকূলে এ মেলার অনুমোদন দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে মেলার অনুমতি দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা