০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

শহীদ শাহজাহানের নবজাতকের দায়িত্ব নিলো ভোলা জেলা প্রশাসন

-

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ শাহজাহানের নবজাতক সন্তানের দায়িত্ব নিয়েছেন ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহান। গতকাল শনিবার শিশুটিকে ভোলার একটি বেসরকারি ক্লিনিকে দেখতে গিয়ে অভিভাবক হিসেবে শিশুটির পাশে থাকার কথা জানান তিনি। এর আগে শুক্রবার শহরের এশিয়া ডক্টরস পয়েন্ট সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। নাম রাখা হয়েছে ওমর ফারুক।
এদিকে শিশুর জন্মের পর মা ফাতেমা বেগমের মুখে হাসি ফুটলেও সন্তানের বাবার কথা বলে কেঁদে ফেলেন তিনি। বাবার আদর্শে সন্তানকে বড় করার স্বপ্ন তার।
জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের শাহজাহান ঢাকায় পাপস বিক্রি করতেন। গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যায়য় চত্বরে গুলিতে শহীদ হন তিনি। তখন তার স্ত্রীর গর্ভে চার মাসের অনাগত সন্তান।
শাহজাহানের স্ত্রী ফাতেমা বলেন, শাহজাহানের স্বপ্ন ছিল ছেলে-মেয়ে যা হোক না কেন তাকে মাদরাসায় পড়াবেন, মৌলভী বানাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তার। আজ সন্তান জন্ম নিলো কিন্তু ছেলের মুখ দেখে যেতে পারল না, কোলে নিতেও পারল না।

এদিকে শহীদ পরিবারের ওই নবজাতককে দেখতে সমন্বয়কদের নিয়ে ক্লিনিকে ছুটে যান ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। শিশুর মাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার এবং আর্থিক সহায়তা করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ভোলায় ৪৬ জন শহীদ হয়েছেন। তারমধ্যে শাহজাহান অন্যতম। শুরু থেকেই আমরা শহীদ শাহজাহানের অসুস্থ স্ত্রীর পাশে ছিলাম, জেলা প্রশাসন থেকে অনুদান দেয়া হয়েছে। এখন নবজাতকের দায়িত্ব আমরা নিয়েছি, তাদের পাশে থাকব। একই সাথে সরকারের সহযোগিতাও তাদের দেয়া হবে। সমন্ববয়ক রাহিম ইসলাম ও কামরুন নাহার এনি বলেন, আমাদের শহীদ ভাইয়ের ছেলের পাশে আমরা রয়েছি, ভবিষ্যতেও তাদের খোঁজ খবর রাখব।
এদিকে সঙ্কটে থাকা নবজাতকের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ফাতেমার মা কান্নায় ভেঙে পড়েন নবিশা বেগম। তিনি বলেন, বাবার মুখ দেখবে না শিশুটি। ওর পাশে যেন সবাই দাঁড়ায়। সিজারিয়ান অপারেশনে জন্ম নেয়া শিশু এবং তার মা শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান, গাইনি চিকিৎসক ডা: আফরোজা বেগম। জেলা প্রশাসন সব সময়ই যেন শহীদ পরিবারের পাশে থাকে এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের।


আরো সংবাদ



premium cement
চাই আধিপত্যমুক্ত নতুন বাংলাদেশ ২০২৫ সালে কোন ইস্যুগুলো অগ্রাধিকার পাবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা চুয়াডাঙ্গায় ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫ সন্দর্শনে অন্তর্বর্তী সরকার ‘সংস্কার নাকি নির্বাচন’ প্রসঙ্গে যা বললেন তারেক রহমান গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বৃদ্ধি রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমালোচনার মুখে যোগদান করেননি রাবির ২ সহকারী প্রক্টর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সোয়া কোটি ব্যক্তিকে সেবা দেয়া হচ্ছে : প্রধান উপদেষ্টা একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করল দুবাই ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট

সকল