২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উজিরপুরে কলেজের জমি দখল করে দোকানঘর নির্মাণ

কলেজের জমিতে নির্মাণাধীন দোকান ঘর : নয়া দিগন্ত -

বরিশালের উজিরপুরে হাজি তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সম্পত্তি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধে উচ্চ আদালত স্থিতাবস্থাও জারি করেছেন।
স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার ওটরা ইউনিয়নে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হাজি তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজটির এক একর ৬৯ শতাংশ জমি রয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ দাবি করছেন। স্থানীয় ইউসুফ মল্লিক দেওয়ানি মামলা করে কলেজের জমি দখলের চেষ্টা করেন। কলেজ কর্তৃপক্ষ এর বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এ অবস্থায় মল্লিক পরিবার শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের মধ্যে জমি দখল করে দোকান করছে।
কলেজ সূত্র জানায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, মূলফটকের পাশে একটি টিনশেড ঘর ছিল। সেখানে ডিগ্রির পাঠদান চলত। হঠাৎ করে ওই জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় ইউসুফ মল্লিক। ২০২৩ সাল থেকে ইলিয়াস মল্লিক ও এখলাস মল্লিক গং টিনসেট ঘরটি দখলের পাঁয়তারা করছেন। অধ্যক্ষ আরো জানান, কলেজে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে তিনি গত ১০ ডিসেম্বর হাইকোর্টের আদেশ অনুযায়ী নির্মাণকাজ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন।
এ দিকে এখলাস মল্লিক জানান, আদালত স্থিতাবস্থা দিলেও শীতকালীন ছুটির মধ্যে তিনি নির্মাণের বাকি কাজ সম্পন্ন করে ফেলবেন। তিনি বলেন, এটা আমার বাপ-দাদার সম্পত্তি। কলেজ কর্তৃপক্ষ যদি কাগজ দেখাতে পারেন, তবে ছেড়ে দেব। এ কলেজের ভবনটিই আমার বাবা দান করেছেন। এটা রাস্তার পাশের জমি।
ঘটনাস্থল পরিদর্শন করা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
ইউএনও মো: আলী সুজা বলেন, কলেজের জমিতে যে স্থাপনা করা হচ্ছে, সেখানে আদালতের নিষেধাজ্ঞা দেয়া আছে। আমরা নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। দুইপক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে জমির মালিকানা নির্ধারণ করা হবে।

 

 


আরো সংবাদ



premium cement
চলনবিলে পাখি শিকারের তথ্য দিলেই মিলছে শীতবস্ত্র পরশুরামে পানিতে ডুবে মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু তালতলীতে বিদ্যালয়ের দেয়ালে জয়বাংলা স্লোগান, ক্ষোভ ভারতে কংগ্রেস-আপের ‘সংঘাতে’ মমতার কোনো লাভ হবে জাতীয় ঐক্য একটি দেশ উন্নয়নের মূলভিত্তি : ড. আজাহারী নাজিরপুরে যুবলীগ নেতা শহিদুল গ্রেফতার সচিবালয়ে আগুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের গভীর চক্রান্ত : রাবি শিক্ষক ফোরাম আন্দোলনের শহীদ ও আহতরা আমাদের জাতীয় সম্পদ : ডা. শফিকুর রহমান রংপুর-দিনাজপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ২০ ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযান : একাধিক মামলার আসামি গ্রেফতার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়া ঠিক হবে না : টুকু

সকল