শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৬
চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রভাষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মো: সাইফুল ইসলাম নামের এই প্রভাষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন, অ্যাকাডেমিক ও আবাসিক এলাকার সংযোগ গেট ও মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ, সাইফুল স্যারের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে, ক্যাম্পাস সাট ডাউনলিখাসহ বিভিন্ন লিফলেট দেয়ালে স্থাপন করেন।
শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা দাবি হলো সাইফুল স্যারের বদলি আদেশ অতিদ্রুত প্রত্যাহার করতে হবে। যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন ক্যাম্পাসের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আমরা সাইফুল স্যারের বদলি হিসেবে কোনো শিক্ষককে এ ক্যাম্পাসে প্রবেশ করতে দিব না। দাবি আদায় না হলে আমরা আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
তারা আরো বলেন, সাইফুল স্যার আমাদের ক্যাম্পাস থেকে চলে গেলে আমাদের ক্যাম্পাসে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে কোনো শিক্ষক থাকবে না। যে কারণে ক্যাম্পাসের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আমরা মনে করি। আমরা চাই, সাইফুল স্যার আমাদের ক্যাম্পাসে থাকুক। আমরা যে কোনো মূল্যে সাইফুল স্যারকে আমাদের ক্যাম্পাসে রাখতে চাই।
প্রসঙ্গত; গত ২৪ ডিসেম্বর বস্ত্র অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাইফুল ইসলামের বদলি আদেশ দেয়া হয়। নতুন কর্মস্থল হিসেবে বেগমগঞ্জ, নোয়াখালীতে তাকে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে, যা ৩০ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হতে হবে। বদলির আদেশ বিজ্ঞপ্তির পর ওইদিন রাত ১১টায় শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছত্ররা। ওই সময় তারা ক্যাম্পাসের মূল প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা