গোলাপগঞ্জে কবরস্থানে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৫
সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ মৌজায় কবরস্থানে বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। একটি পক্ষ কবরস্থানে ভবন না করার জন্য বাধা দেয়। অন্য দিকে একই ইউপির যুক্তরাষ্ট্র প্রবাসী আজিজুর রহমান মাছুম তার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণকাজ চালিয়ে যেতে অনড় থাকেন। এ নিয়ে এলাকায় দুভাগে বিভক্ত হয়ে পরিস্থিতি চরম আকার ধারণ করছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর হেতিমগঞ্জ খয়রুগঞ্জ বাজারের সিলেট-জকিগঞ্জ সড়কে বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে কবরস্থানে ভবন নির্মাণের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হেতিমগঞ্জ এলাকার মুসল্লিরা উত্তেজিত হয়ে নির্মাণাধীন ভবনের স্থানে হামলা চালায়।
সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কবরস্থানের ওপর থেকে ভবন নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেন।
তবে সচেতন মহল দাবি করেছেন হেতিমগঞ্জ খয়রুগঞ্জ বাজার এলাকার পাশে কবরস্থানের ওপর থেকে ভবন নির্মাণাধীন কাজ স্থায়ী ভাবে বন্ধ করা না হলে এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা