বাঁশখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম এমপি বেেলছেন, জুলাই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন ও ফ্যাসিস সরকার পতনের আন্দোলনে শ্রমিকদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌরসভার সভাপতি মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোসাইন।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা জুবায়ের আহমদকে সভাপতি ও অ্যাডভোকেট জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য একই সেশন, হাফেজ ছিদ্দিক আহমদকে সভাপতি ও মো: আবু তৈয়বকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের পৃথক দু’টি কমিটি গঠন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা