২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লোহাগড়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

-

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন দিঘলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে টিসিবির ডিলার মেসার্স ফকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনিসুর রহমান, ইউপি সচিব নুরুল ইসলাম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ পরস্পর যোগসাজশে বেআইনিভাবে যত্রতত্র টিসিবির পণ্য বিতরণ করছেন।
সরকারি নিয়মানুযায়ী টিসিবির পণ্য বিতরণকালে নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, দিঘলিয়া ইউনিয়নের এক হাজার ২০৩ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে ছয় হাজার ১৫ কেজি চাল ও দুই ৪০৬ কেজি ডাল বিতরণের কথা রয়েছে। কিন্তু সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ও সংশ্লিষ্ট ডিলার আনিসুর রহমানের যোগসাজশে সব চাল ও ডাল নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিতরণ না করে মেম্বারদের মধ্যে বণ্টন করা হয়; যা বিধিসম্মত নয়।
মেম্বাররা ওই চাল ও ডাল ভ্যানযোগে নিজ নিজ ওয়ার্ডে নিয়ে তাদের পছন্দের মানুষের মাঝে বিতরণ করেন। এতে অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষেরা টিসিবির পণ্যসামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে নিম্ন ও অসচ্ছল মানুষের ক্ষোভের শেষ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নিম্নআয়ের মানুষ ও অসচ্ছল ব্যক্তি অভিযোগ করে বলেন, টিসিবির পণ্য নেয়ার জন্য ভোটার আইডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসেছি, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিসিবির পণ্য পাইনি।
জনপ্রতি ৫ কেজি চাল ও ২ কেজি করে ডাল বিতরণের নিয়ম থাকলেও উপকারভোগী মানুষেরা পাচ্ছেন সাড়ে ৪ কেজি চাল ও এক কেজি ৯০০ গ্রাম ডাল। টিসিবির পণ্য গ্রহীতারা এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তা ছাড়া ভোটার আইডি কার্ড ছাড়াই অনেকে টিসিবির পণ্যসামগ্রী তুলে নিতে দেখা গেছে। এসব দেখার জন্য যেন কেউ নেই।
টিসিবির ডিলার মেসার্স ফকির এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমান ফকির বলেন, এই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্যসামগ্রী দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নূরুল ইসলাম ও সংশ্লিষ্ট মেম্বারদের উপস্থিতিতে বুঝিয়ে দেয়া হয়েছে। দিঘলিয়া ইউপি সচিব নূরুল ইসলামের সাথে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দিঘলিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা বলেন, দিঘলিয়া ইউনিয়নে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হবে, তা আমাকে কেউই জানায়নি।
এ বিষয়ে কথা বলার জন্য লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 


আরো সংবাদ



premium cement
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত সিরিয়া-লেবানন সীমান্তে অবকাঠামোয় হামলা চালিয়েছে ইসরাইল গাজায় সচল শেষ হাসপাতালটিতে আগুন দিলো ইসরাইলি বাহিনী সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা

সকল