সৌদি আরবে বন্দিদশা থেকে বাড়ি ফিরলেন সিলেটের ৩ ভাই
- আবদুল কাদের তাপাদার সিলেট
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬
পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জমি জিরাত বিক্রি করে সৌদি আরবে গিয়েছিলেন আপন তিন ভাই। কিন্তু হঠাৎ তাদের জীবন ঘোর অমানিশায় ঢাকা পড়ে। একটি মিছিল তাদের জীবনকেই তছনছ করে দেয়। সৌদি আরবের কারাগারে দীর্ঘ ৯ মাস কাটাতে হয় তিন ভাইকে।
বন্দিদশা থেকে বেরিয়ে সিলেটের সেই তিন ভাই দেশে ফিরেছেন। গত শনিবার প্রথমে দেশে ফেরেন দুই ভাই। আর মঙ্গলবার দুপুরে আরেক ভাই সৌদি আরব থেকে ছেড়ে আসা বিমানে ঢাকায় আসেন। বুধবার রাতে বাড়িতে পৌঁছান তিনি। সৌদি আরবের বন্দিদশা থেকে দেশে ফেরা তিন ভাই সিলেট সদর উপজেলার ইসলামগঞ্জ বাজার কালারুকা গ্রামের বাসিন্দা। তারা হলেন, আবদুর রহমান, রিয়াজ উল্লাহ ও মোহাম্মদ আলী।
তাদের মধ্যে প্রথমে আবদুর রহমান ও মোহাম্মদ আলী শনিবার সিলেটে এসে পৌঁছান। আর রিয়াজ উল্লাহ মঙ্গলবার ঢাকায় পৌঁছান। বুধবার রাতে তিনি সিলেটে নিজ বাড়িতে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন তাদের পরিবারের লোকজন।
গত ১৯ সেপ্টেম্বর দেশের গণমাধ্যমে ‘একসাথে তিন ভাই সৌদি আরবের কারাগারে বন্দী, সিলেটে নাওয়া-খাওয়া বন্ধ মায়ের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তৎপর হয় সৌদি আরবের বাংলাদেশ দুতাবাস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা