পাইকগাছায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬
খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ওই অঞ্চলের পাঁচ শতাধিক অসুস্থ হতদরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব্যবস্থাপনায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডা: মাগফুর রহমান। ঢাকার ক্যান্সার হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিফ কনসালট্যান্ট প্রখ্যাত চিকিৎসক ডা: আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি চিকিৎসক ডা: আবদুল মজিদ রোগী দেখেন এবং চিকিৎসা দেন।
এ ছাড়া খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: আশিক, ডা: হাফিজ, ডা: প্রত্যাশা, ডা: সিফাত, ডা: অয়ন, ডা: আসিফ রোগী দেখেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনে অন্যতম সহযোগী ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম, মাওলানা জি এম মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সরদার খাইরুল ইসলাম, সরদার মেজবার, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, কপিলমুনি বণিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, চীনের গুয়াংজুর সান ইয়েট সান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার নেতা এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা