বান্দরবানের লামায় দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ১৬টি বসতবাড়ি
- বান্দরবান সংবাদদাতা
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫
বান্দরবানের লামা উপজেলার সরই এলাকায় দুর্বৃত্তরা ত্রিপুরাদের ১৬টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন থেকে টঙ্গাঝিড়ি বেতছড়া পাড়ার লোকজনদের সাথে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে। গত মঙ্গলবার রাতে সরই ইউনিয়নের টঙ্গাঝিড়ি এলাকার পূর্ব বেতছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। ওই পাড়ার ১৯টি পরিবার পার্শ্ববর্তী পাড়ায় বড়দিনের উৎসবে যোগ দিতে গেলে দুর্বৃত্তরা তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়।
বাড়িঘর পুড়ে যাওয়ায় শীতের মধ্যে ওই এলাকার ১৯টি পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা জোরপূর্বক আমাদের জুম জমি দখল করে নেয় সে সময় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল হয়নি। দখলের পর এর নাম হয় এসপি বাগান। গ্রামবাসীর বড় বড় সেগুনসহ বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ কেটে ফেলেছে তারা। পুলিশ কর্মকর্তার সহযোগী ইব্রাহিম প্রায়ই এলাকায় বসবাসকারী পাহাড়িদের হুমকি দিয়ে আসছে। বেতছড়া পাড়ার লোকজন ধারণা করছেন ইব্রাহিম তাদের পাড়া পুড়িয়ে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা গুঙ্গা মনি ত্রিপুরা জানান, এসপি বাগানের কেয়ারটেকার ইব্রাহিমের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল বলে তারা জানান।
লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব বলেন, প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পরামর্শ দিয়েছে। এ ছাড়া প্রতিটি পরিবারকে দুটি করে কম্বল বিতরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা