২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব

বান্দরবানের লামায় দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ১৬টি বসতবাড়ি

-

বান্দরবানের লামা উপজেলার সরই এলাকায় দুর্বৃত্তরা ত্রিপুরাদের ১৬টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন থেকে টঙ্গাঝিড়ি বেতছড়া পাড়ার লোকজনদের সাথে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে। গত মঙ্গলবার রাতে সরই ইউনিয়নের টঙ্গাঝিড়ি এলাকার পূর্ব বেতছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। ওই পাড়ার ১৯টি পরিবার পার্শ্ববর্তী পাড়ায় বড়দিনের উৎসবে যোগ দিতে গেলে দুর্বৃত্তরা তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়।
বাড়িঘর পুড়ে যাওয়ায় শীতের মধ্যে ওই এলাকার ১৯টি পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা জোরপূর্বক আমাদের জুম জমি দখল করে নেয় সে সময় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল হয়নি। দখলের পর এর নাম হয় এসপি বাগান। গ্রামবাসীর বড় বড় সেগুনসহ বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ কেটে ফেলেছে তারা। পুলিশ কর্মকর্তার সহযোগী ইব্রাহিম প্রায়ই এলাকায় বসবাসকারী পাহাড়িদের হুমকি দিয়ে আসছে। বেতছড়া পাড়ার লোকজন ধারণা করছেন ইব্রাহিম তাদের পাড়া পুড়িয়ে দিয়েছে।
স্থানীয় বাসিন্দা গুঙ্গা মনি ত্রিপুরা জানান, এসপি বাগানের কেয়ারটেকার ইব্রাহিমের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল বলে তারা জানান।
লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব বলেন, প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পরামর্শ দিয়েছে। এ ছাড়া প্রতিটি পরিবারকে দুটি করে কম্বল বিতরণ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত ইয়েমেনের হাউছি ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির নিন্দা জাতিসঙ্ঘ মহাসচিবের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাকায় স্বাগত জানাবে লাখো জনতা

সকল