ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টু আটক
- ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে (৪৮) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ডিমলার টুনিরহাট এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, আনোয়ারুল হক সরকার মিন্টু নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিন্টুকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না। তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা