২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

বাণিজ্যমেলা
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলার অবকাঠামো কাজের উদ্বোধন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাংলাদেশ বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটির আয়োজনে ষোলঘরস্থ ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ মেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রেজাউল করিম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সনজিৎ কুমার চন্দ, জামদানি সোসাইটির সভাপতি এম এ এ মহিন খান বাবলু প্রমুখ।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
নোয়াখালী অফিস
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ইউসুফ আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ একই গ্রামের মো: হানিফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের জমিতে পানি দেয়ার জন্য মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুধী সমাবেশে
পাবনা প্রতিনিধি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য প্রফেসর ডক্টর আবুল হাসেম বলেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীতে একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি গতকাল পাবনা সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গত মঙ্গলবার দারুল আমান ট্রাস্ট মুক্তমঞ্চে জেলা আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও পাবনা পৌর আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শূরা সদস্য বগুড়ার অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

পরীক্ষার ফল প্রকাশ
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
দেশব্যাপী পরিচালিত নূরানী মাদরাসা সমূহের নূরানী তা’লীমুল কুরআন বোর্ড (৩য় শ্রেণীর) কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার বোর্ডের প্রধান কার্যালয় হাটহাজারী মিলনায়তনে বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দি, বোর্ড চেয়ারম্যান মুফতি খলিল আহমদ কাসেমীর (দা.বা.) হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলে দেন। এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৭,২৭,৭১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। পাসের হার ছিল ৯৭.৮৮%। জিপিএ ৫ পেয়েছে ৪৫,৪৬৩ জন শিক্ষার্থী। বোর্ডের প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় ও বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী কাসেমী (দা.বা.) এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কম্বল বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে একটি বেসরকারি সামাজিক সংগঠন। গত বুধবার উপজেলা শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে সামাজিক সংগঠন ফিলাফের উদ্যোগে এবং অতিথি গ্রুপের সহযোগিতায় কম্বল এবং ১০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন ফিলাফ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল। একই দিন দুপুরে শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে অতিথি রিসোর্ট অ্যান্ড থিম পার্ক নামের একটি বিনোদন স্পটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ফ্রি চক্ষু চিকিৎসা
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
কাঁঠালিয়ার আমুয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার জামায়াতের আমুয়া ইউনিয়ন শাখার আয়োজনে আমুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। মাস্টার মো: আব্দুর রহিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আমির মাস্টার মো: মজিবুর রহমান। ক্যাম্প পরিচালনা করেন ইস্পাহানি ইসলামীয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল কর্তৃক পরিচালিত চক্ষু চিকিৎসা কেন্দ্র কাঁঠালিয়ার ডা: মো: রোকন উজ্জামান।

জামায়াতের কম্বল বিতরণ
ফেনী অফিস
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে দেড়শতাধিক শীতার্ত দুস্থ-অসহায় ব্যক্তিদের কম্বল বিতরণ করেছে জামায়াতে ইসলামী। গত বুধবার রতনপুর হাজী সৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। ইউনিয়ন আমির মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মেশকাতুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবদুল
ওয়াদু প্রমুখ।


আরো সংবাদ



premium cement
এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম জাহাজে ৭ খুন : ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

সকল