ইউএনওর বদলি আদেশ প্রত্যাহারের দাবি
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। বদলির আদেশ প্রত্যাহার না করলে উপজেলা শাটডাউন ও মহাসড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এ ঘোষণা দেন। এ মানববন্ধনে অন্তত দুই সহশ্রাধিক ছাত্র-জনতা অংশ নেয়।
আমতলী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য মৈতি, আবিদ, নাবিল, রেদওয়ান ও নির্জনা।
জানা গেছে, ২০২২ সালের ১১ ডিসেম্বর আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মুহাম্মদ আশরাফুল আলম যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি আমতলীর উন্নয়নসহ সার্বিক বিষয়ে সততার সাথে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী বেশ কয়েকজন নেতা বিপাকে পড়েন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে ভুল বুঝিয়ে ইউএনওকে বদলি করতে সক্ষম হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা