চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ফরিদপুর প্রতিনিধি
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা: শাহীন জোয়ার্দারের ওপরে হামলা চালিয়ে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে এ ঘটনায় অভিযুক্তের মা ও তার এক বোনকে হাসপাতালের স্টাফ নার্সের চাকরি থেকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ফমেক হাসপাতালের সামনে এ মানববন্ধন করেন তারা।
ফমেক অধ্যক্ষ ডা: দিলরুবা জেবার সভাপতিত্বে হাসপাতালের পরিচালক ডা: হুমায়ুন কবির, ড্যাবের সভাপতি ডা: মুস্তাফিজুর রহমান শামীম, বিএমএ সভাপতি ডা: জাহাঙ্গীর চৌধুরী টিটো প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিল করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।
তারা জানান, মঙ্গলবার দুপুরে হাসপাতালের ট্রমা সেন্টারে বেসরকারি নার্সিং ইন্সটিটিউটের মুত্তাকিন নামে এক শিক্ষার্থীর গায়ে ধাক্কা লাগলে সেখানে শাহীন জোয়ার্দারের সাথে বচসা বাঁধে। এর জের ধরে মুত্তাকিন তার সহযোগীদের নিয়ে ডা: শাহীন জোয়ার্দারের ওপর হামলা ও তাকে আহত করে। এ ঘটনায় রাতে কোতয়ালি থানায় একটি মামরা দায়ের করা হলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
এদিকে মুত্তাকিনের পরিবার জানায়, ডা: শাহীন জোয়ার্দারের সাথে ধাক্কা লাগার পর মুত্তাকিনকে কিলঘুষি মেরে আহত করে। এরপর পাল্টা হামলা চালিয়ে ডা: শাহীনকে আহত করে তারা।
এদিকে এ ঘটনার পর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিটিআর স্টাফ নার্স হিসেবে কর্মরত মুত্তাকিনের মা জোবায়দা গুলশান আরা ও চাচাতো বোন কারিমাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা