২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জজ কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা স্লোগানে তুলকালাম

-

নেত্রকোনা জেলা জজ কোর্টে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়াকে কেন্দ্র করে এক তুলকালাম ঘটনা ঘটেছে। শুধু স্লোগান নয় জামিন আবেদন বাতিল হওয়া ৪৩ জন আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দলীয় নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণে আদালত প্রাঙ্গণ এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি নাশকতা মামলায় অভিযুক্ত জেলার হাওরাঞ্চল খালিয়াজুরি আওয়ামী লীগের ৪৩ জন নেতাকর্মীকে মঙ্গলবার দুপুরে জেলা জজ কোর্টে হাজির করে জামিন আবেদন প্রার্থণা করা হলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ও তাদের দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা কোর্টে প্রাঙ্গণে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। শুধু তাই নয়, জেলা জজ ও রাষ্ট্র পক্ষের আইনজীবীসহ সংশ্লিষ্টদের হুমকি-ধামকিও প্রদান করতে থাকেন তারা।
এ সময় বিএনপির কিছু নেতাকর্মী তাদের বাধা দেয়ার চেষ্টা করলে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।

 


আরো সংবাদ



premium cement