রাঙ্গুনিয়ায় সড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন
- রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার লক্ষ্মীরখীল ও উত্তর ঘাটচেক পাঁচ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদর ইছাখালী এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন লক্ষ্মীরখীল সমাজ পরিচালনা কমিটির সভাপতি সাহাবুদ্দিন। বক্তব্য রাখেন আকতার হোসেন, গিয়াস উদ্দিন, নাছির উদ্দীন, মঈন উদ্দিন, আবদুর রশিদ, পুতুল আলী, মো: রাসেল, মো: শুক্কুর, মো: তৌহিদ, মো: বাবুল, মো: আবছার, নাজিম উদ্দীন প্রমুখ।
বিক্ষোভকারীরা জানান, আপন ক্লাবের পেছনের দুই কিলোমিটার সড়ক দিয়ে গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম ও লক্ষ্মীরখীল গ্রামের মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের প্রবেশমুখেই আবদুস সালাম ও মো: ফয়েজ সড়ক ঘেঁষে টিনের বেড়া লাগিয়ে ভেতরে পাকা দেয়াল নির্মাণ করছেন। সমাজ কমিটির পক্ষ থেকে তাদের বাধা দিলেও তারা কাজে বিরতি দেননি। এমনকি পৌরসভা কার্যালয় ও এসিল্যান্ড বরাবর অভিযোগ দিয়েও থামানো যাচ্ছে না এই দখল প্রক্রিয়া। বিক্ষোভকারীরা মানববন্ধন ও সমাবেশ শেষে পৌরসভা কার্যালয় ও এসিল্যান্ড দফতর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
অভিযুক্ত মো: ফয়েজ দাবি করেন, সড়কটি তাদের পৈতৃক জায়গার ওপর দিয়ে চলে গেছে। তাদের ৩০ বছর ধরে থাকা টিনের সীমানা বেড়া বরাবর দেয়াল নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, একটি মহল চাঁদা দাবি করে না পেয়ে আমার নামে এই ষড়যন্ত্র করছে।
এ সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন জানান, ঘটনাস্থলে গিয়ে আমি মৌখিকভাবে তাদের কাজ করতে নিষেধ করে এসেছি। এরপরও তারা রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখলে ওই সড়ক প্রশস্তকরণের সময় তা ভাঙা পড়বে। বিষয়টি আরো অধিকতর তদারকি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা