নেত্রকোনায় নৌকায় সিল মারা ব্যালট পেপার উদ্ধার
- নেত্রকোনা প্রতিনিধি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩২
নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলায় নির্বাচনের তিন বছর পর নৌকা প্রতীকে সিল মারা দুই শতাধিক ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যালট পেপারগুলো জব্দ করে নেত্রকোনার মদন থানায় রাখা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডোবা থেকে একটি ব্যাগসহ ব্যালট পেপারগুলো উদ্ধার হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারির ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদনের বাড়বি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সাফায়েত উল্লাহর পক্ষে তার দলীয় কর্মী-সমর্থকরা জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ ওঠে। প্রতিপক্ষ প্রার্থীর প্রতিবাদ করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা প্রতীকে ভোট প্রদানের অভিযোগ ওঠায় সেই নির্বাচন তখন প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু সরকার দলীয় নেতাকর্মীদের হামলা, মামলা ও হয়রানির ভয়ে এ বিষয়টি তখন ধামাচাপা পড়ে যায়। অবশেষে নির্বাচনের তিন বছর পর গত রোববার নৌকা প্রতীকে সিল দেয়া দুই শতাধিক ব্যালট পেপার উদ্ধার হওয়ায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
সুতিয়ারপাড়া গ্রামের হিরণ মিয়া জানান, গত রোববার বিকেলে বাড়বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাবার সময় ডোবার মধ্যে ভেসে ওঠা একটি শপিং ব্যাগ দেখে তাতে সিল দেয়া ব্যালট পেপার থাকায় থানায় সংবাদটি জানাই। ওই কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা এ বিষয়ে বলেন, এতদিন আগের ঘটনা আমার মনে নেই।
গত সোমবার সন্ধ্যায় মদন থানার ওসি ইমদাদুল হক বলেন, নৌকা প্রতীকে সিল দেয়া উদ্ধারকৃত ব্যালট পেপারগুলো জব্ধ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা