বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩২
ক্রীড়া প্রতিযোগিতা
ফেনী অফিস
ফেনী গার্লস ক্যাডেট কলেজের ১৭তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ক্যাডেট কলেজ মাঠে এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ডেন্ট মেজর জেনারেল খন্দকার মো: শহিদুল এমরান বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এ প্রতিযোগিতায় খাদিজা হাউজ চ্যাম্পিয়ন ও আয়েশা হাউজ রানার্সআপ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত শিক্ষা, সহশিক্ষা এবং ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে সার্বিকভাবে ফাতেমা হাউজ চ্যাম্পিয়ন ও খাদিজা হাউজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
ব্যাপিস্ট সঙ্ঘের বৈঠক
রংপুর ব্যুরো
বড়দিন অনুষ্ঠানকে নির্বিঘœ করতে রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সঙ্ঘের সাথে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী। গত সোমবার ব্যাপ্টিস্ট মিশনের সভাপতি রেভারেন্ড সখরীয় বৈরাগীর সভাপতিত্বে চার্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রংপুরের ৭২ ব্রিগেড কমান্ডার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এ সময় অধিনায়ক মাসুদর রহমানসহ ব্যাপিস্ট মিশনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জেনারেল হুমায়ুন কায়ুম খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আরো বেশি উৎসবমুখর পরিবেশে বড়দিন পালনের আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন দুই বছরের এরিয়া বিল তুলে অসহায় দুস্থদের মধ্যে ১ হাজার পিচ কম্বল বিতরণ করেছন। গত সোমবার প্রধান শিক্ষক আবুল হোসেন সভাপতিত্বে বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, গোতামারী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, মাওলানা তফের আলী, সফিয়ার রহমান প্রমুখ।
ছাগল বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আত্মসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ জন হতদরিদ্র নারীর মধ্যে দুইটি করে ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফের অনুদানের অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন। গত সোমবার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়তলী উচ্চবিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, আরডিআরএসের পঞ্চগড় জেলা প্রোগ্রাম অফিসার জহুরুল ইসলাম প্রমুখ।
ফ্রি চক্ষু চিকিৎসা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। গত সোমবার খরিয়া মুক্তি সঙ্ঘের আয়োজনে খরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ২০তম বার্ষিক এ সেবা দেয়া হয়।
কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এ্যাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা রিপন। চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রায় ১১শ’ রোগীকে ওষুধ ও চশমা প্রদান ছাড়াও ২০০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
শিক্ষক প্রশিক্ষণ
চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় গত সোমবার আরবী শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। চৌগাছা কামিল মাদরাসার হলরুমে উপজেলার সব দাখিল ও আলিম মাদরাসার আরবি শিক্ষকরা এ কর্মশালায় অংশ নেবেন। উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চৌগাছার কৃতী সন্তান আইয়ুব হোসেন ও যশোর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।
বইমেলা
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গত সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে এ বইমেলার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন খানম। উপস্থিত ছিলেন ড. নূরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক এখলাছ উদ্দিন চুন্নু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মোহাম্মদ মাকসুদুর রহমান ও উপজেলার বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা।মেলায় ২০-৩০ শতাংশ ছাড়ে বই বিক্রয় ও প্রদর্শন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা