২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১০

-


যশোরের চৌগাছায় মাছ চাষের জন্য পুকুর ও সম্পত্তি দখল করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাদবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, কাদবিলা গ্রামের অ্যাড. যতীনময় মিত্র ও সাবেক সচিব সুব্রত রায় মিত্রের মালিকানাধীন পুকুর ও সম্পত্তি লিজ নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে গোলযোগ চলে আসছিল। ঘটনার দিন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম গ্রুপ ও কাবিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কাদবিলা গ্রামের আবুল হোসেন (৬৫) তার ছেলে মফিজুর রহমান (৩৫), আজিজুর রহমান (৪০) ও হাফিজুর রহমানকে (২৫) যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাদবিলা গ্রামের মকবুল হোসেনকে (৩৮) চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকে মহেশপুর, কোটদাঁপুরসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আবুল হোসেন জানান, আমার দুই ছেলে প্রবাস থেকে সম্প্রতি বাড়ি এসেছে। ঘটনার দিন সকালে আমার ৩ ছেলেকে নিয়ে ইট কিনতে মোল্লা ভাটায় যায়। সেখান থেকে আমরা বাড়ি ফেরার পথে কাদবিলা ঝাউতলা বাজার সংলগ্ন অ্যাড. যতীনময় মিত্রের পুকুর পাড়ে পৌঁছলে কাদবিলা গ্রামের মৃত আব্দুস সেবহান আলীর ছেলে আব্দুস ছালাম ও তার পেটুয়া বাহিনীর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে আমাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement
জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা রাজনীতিতে আ’লীগের আর ফেরা সম্ভব না : ফজলুর রহমান হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা পৌষের প্রভাতের আলোয় শীতের জয় খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে নয়া দিগন্তের নামে ভুয়া প্রতিবেদন প্রচার পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক এবার ভারত ঘেঁষা মিয়ানমারের চিন রাজ্যের দখল আরাকান আর্মির ৩৬টি রুশ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী

সকল