দৌলতদিয়ার আ’লীগ নেতা গ্রেফতার
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রের মামলায় দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ: রহমান মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ৮টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বেপারি পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। গতকাল মঙ্গলবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। রহমান মণ্ডল উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।
জুলাই আগস্টে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট গোয়ালন্দের রেলগেট এলাকায় ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে গত ১০ ডিসেম্বর থানায় মামলা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা