২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকুন্দিয়ায় গার্মেন্ট কর্মী সফল উদ্যোক্তা লাকী

নিজ কারখানায় কাজ করছেন লাকী আক্তার : নয়া দিগন্ত -

লাকী আক্তার (২৫) একজন সফল নারী উদ্যোক্তা। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজে কিছু একটা করে প্রতিষ্ঠিত হওয়ার। আর তাই অভাব অনটনের সংসারে মাত্র ১৩ বছর বয়সেই চাকরি নেন একটি গার্মেন্ট কারখানায়। সাত বছর পর স্বপ্ন বাস্তবায়নে চাকরি ছেড়ে নিজের গ্রামে ফিরে এসে ছোট্ট পরিসরে একটি ক্ষুদ্র কুটিরশিল্প গড়ে তোলেন। চার বছরের মাথায় পেয়েছেন ঈর্শনীয় সাফল্য। হয়েছেন একজন সফল উদ্যোক্তা। এখন প্রতি মাসেই তিনি আয় করছেন লাখ টাকা। লাকী পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বড় আজলদী গ্রামের রুকুন উদ্দিনের মেয়ে।
জানা যায়, দুই ভাই চার বোনের মধ্যে লাকী চতুর্থ। পড়াশোনা করেন মাত্র নবম শ্রেণী পর্যন্ত। মাত্র ১৩ বছর বয়সে ঢাকার গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি নেন। নিজের দক্ষতা প্রমান করে মাত্র তিন মাসের মাথায় সুপারভাইজার পদে পদোন্নতি পান। সাত বছর একই কোম্পানিতে চাকরি করেন। ২০১৬ সালে আব্দুল কাদের নামে একজনকে তিনি বিয়ে করেন। তাদের সংসারে পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

২০২০ সালে চাকরি ছেড়ে দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন। প্রথমে একটি সেলাই মেশিন দিয়ে চটের তৈরি বিভিন্ন ব্যাগ, ত্রিপল ইত্যাদি বানানোর কাজ শুরু করেন। এক বছরের মাথায় আরো দুইটি আধুনিক সেলাই মেশিন যোগ করেন তার ক্ষুদ্র কুটিরশিল্পে। টাকার অভাবে ব্যবসা থমকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বিল্লাল হোসেনের নজরে এলে তিনি তাকে একটি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেন। বর্তমানে ১০টি আধুনিক মেশিন ও ১৪ জন নারী পুরুষ কাজ করছে তার সাথে।
সরেজমিন দেখা যায়, পাকুন্দিয়া- হোসেনপুর রাস্তার পাশেই একটি টিনসেড ঘরে লোকজন নিয়ে কাজ করছে লাকী আক্তার। মালামাল সরবরাহ এবং বিক্রয়ের কাজের দেখভাল করেন তার স্বামী।
লাকী জানান, পড়াশোনার পাশাপাশি সবসময় ভাবতাম নিজে প্রতিষ্ঠিত হওয়ার। একজন সফল নারী উদ্যোক্তা হওয়া আমার জীবনের সেরা প্রাপ্তি। আমার সফলতার পেছনে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আর এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মো: বিল্লাল হোসেন জানান, লাকী একজন সফল নারী উদ্যোক্তা। একমাত্র আত্মনির্ভরশীলতাই নারীদের মর্যাদা বৃদ্ধি করতে পারে।

 


আরো সংবাদ



premium cement