বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৫
শিক্ষক সমাবেশ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে জেলা মাদরাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার জেলা শিল্পকলা অ্যাকাডেমি হলে শিক্ষক পরিষদ সভাপতি মাও: ফারুক আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আব্দুদ্ দাইয়্যানের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শিক্ষক পরিষদের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি হাফেজ মুফতি ফারুক আহমাদ। বিশেষ অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হাসান, বাংলাদেশ আদর্শ ফেডারেল বরিশালের অঞ্চল সমন্বয়ক অধ্যাপক মাওলানা মো: হাবিবুর রহমান প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রাম ব্যুরো
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সুবিধা বঞ্চিত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার পরিষদের কার্যালয় এবং নূর পাহাড় বস্তিবাসীদের মধ্যে এসব বিতরণ করা হয়। কল্যাণ পরিষদ সহসভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সমাজকর্মী সাদুর রশীদ চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
অটোরিকশা বিতরণ
বরগুনা প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলায় ২০ জন রিকশাচালককে অটোরিকশা প্রদান করা হয়েছে। গত রোববার নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রোজেক্টের আওতায় উপজেলার সরকারি সারওয়ারজান স্কুল মাঠে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি, উপজেলা বিএনপির সদস্য আলহাজ রুহুল আমিন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা প্রমুখ।
রুহুল আমিন বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে গরিব শিক্ষার্থীদের সহায়তা, অসহায় নারীদের সেলাই মেশিনসহ ১০০ অটোরিকশা বিতরণের পরিকল্পনা রয়েছে।
বাজপাখি অবমুক্ত
খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের খানসামায় আহত একটি বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। গত রোববার বাজপাখিটিকে চিকিৎসা শেষে অবমুক্ত করে প্রাণীসম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রতন কুমার ঘোষ, উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হক প্রমুখ।
নারী সমাবেশ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে গত রোববার জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদী মহিলা বিষয়ক প্রশিক্ষণ কক্ষে মানব পাচার, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মো: ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন তথ্য অফিসার লেনিন বালা, সাংবাদিক জহুরুল ইসলাম জহির প্রমুখ।
কিরাত সম্মেলন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
গত রোববার দাউদকান্দি গৌরীপুর বাজার ঈদগাহ মাঠে তাহ্ফিজুল উম্মাহ মাদরাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে কিরাত সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা মুহতামিম অধ্যক্ষ নুরুল আমিনের তত্বাবধানে ও রোটারিয়ান কামাল উদ্দিনের সভাপতিত্বে পাগড়ি প্রদান করেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হুফফাজ শায়খ আব্দুল হক (হাফি)। এ সময় উপস্থিত ছিলেন শাইখুল হাদীস আল্লামা মোস্তফা মাহমুদী (হাফি.), সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
আ.লীগ নেতা গ্রেফতার
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুককে গত রোববার গ্রেফতার করেছে পুলিশ। শহিদুল্যাহেল কবির খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশারফ সরকার নওশার ছেলে এবং ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, শনিবার রাতে গাইবান্ধা পৌর শহরের পলাশপাড়া এলাকা থেকে বিএনপি-যুবদলের অফিস ভাঙচুর মামলায় শহিদুল্যাহেলকে গ্রেফতার করা হয়েছে।
বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষা ও অবৈধভাবে মাটি কেটে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রোববার উপজেলার ফথতেহাবাদ ইউথনিয়থনের খলিলপুরে গোমতী নদীর বেড়িবাঁধে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন, সমাজকর্মী শরিফুল ইসলাম, সৈয়দ তোফাজ্জল হোসেন প্রমুখ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, গোমতী নদী থেকে মাটি কাটার সংবাদে অভিযান চালিয়ে জেল জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা