ভাঙ্গায় সংঘর্ষে নিহতের গুজব ছড়িয়ে ৫ বাড়ি লুট
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৪
ফরিদপুরের ভাঙ্গায় জমিজমা সংক্রান্তের বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত এক নারী নিহতের গুজব ছড়িয়ে অন্তত পক্ষে পাঁচটি বসতঘর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া তিনটি গরুও লুট করে নেয়ার অভিযোগ করেছেন নাদিরা বেগম এক নারী।
জানা যায়, গত শনিবার উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের গ্রাম্য মোড়ল আতিয়ার রহমান ভুলু মোল্যা (৭০) ও রব মোল্যা (৭৫) নামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুত্বর আহত আতিয়ার রহমান ভুলু মোল্যার ছেলে শামীম মোল্যাকে (৪২) ঢাকা পঙ্গু হাসপাতালে ও অপর ছেলে শাহীন মোল্যা (৩৬) ফরিদপুর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া অপর পক্ষের নারী সমর্থক সানু বেগম (৬০) ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
এদের মধ্যে সানু বেগম মারা গেছেন বলে সন্ধ্যায় গুজব ছড়িয়ে পড়লে রব মোল্যার সমর্থকরা অপর পক্ষের আতিকুর রহমান ভুলু মোল্যা, প্রবাসী আবু মোল্যা, সিদ্দিক মোল্যা, খোকন মোল্যা ও শাহীন মোল্যার বসতঘরে ভাঙচুর ও ব্যাপক লুটপাট করে নেয়। এ ছাড়া সম্রাট মোল্যা নামে অপর এক ব্যক্তির আমতলা বাজারে দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
ভুক্তভোগী সৌদি প্রবাসী আবু মোল্যার স্ত্রী নাদিরা বেগম এবং ভুলু মোল্যার স্ত্রী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন আমার ঘর ভাঙচুর করে কিছুই রাখে নাই তারা, আলমারি ভেঙে স্বর্ণ, টাকা-পয়সা নিয়ে গেছে। আমার তিনটি গরু নিয়ে গেছে। যার একটি গরুর দাম আড়াই লাখ টাকা এবং আরেকটি গাভীসহ বাচ্চাও নিয়ে গেছে। আমিতো কোনো অপরাধ করি নাই, আমি বিচার চাই।
আতিকুর রহমানের চাচাতো ভাই মালোয়েশিয়া প্রবাসী ওমর আলী অভিযোগ করে বলেন, শুক্রবার ভোরে আমি মালোয়েশিয়া থেকে দেশে আসি। খবর পেয়ে আমার ভাতিজা শামীম ও শাহীন আমাকে দেখতে আসার পথে রব মোল্যার নেতৃত্বে আমার দুই ভাতিজাকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে পানিতে ফেলে রাখে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে সন্ধ্যায় তারা আমার ভাইদের পাঁচটি বসতঘরে ব্যাপক ভাঙচুর করে বিভিন্ন মালামাল লুটপাট করে। আমার ভাইয়ের দোকানও ভেঙে চুরমার করে ফেলে।
এ বিষয়ে গ্রাম্য মোড়ল রব মোল্যার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, এই দুই পক্ষের মধ্যে অতীতে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা