বড়দিন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর অর্থসহায়তা
- বান্দরবান প্রতিনিধি
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৪
খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে ক্যাথলিক চার্চ, গির্জায় আর্থিক সহায়তাসহ পাড়াবাসীদের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।
গত রোববার বান্দরবান সেনাবাহিনীর আয়োজনে সেনা জোনের ডরমিটরি রুমে আয়োজিত মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান এ সব সহায়তা ও উপহারসামগ্রী প্রদান করেন।
প্রধান অতিথি দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী খ্রিষ্টধর্মাবলম্বীরা যেন স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন সে জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মেহেদী, জোনাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট মোস্তাহিদ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা