বালুশ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালুর দাবি
- ময়মনসিংহ অফিস
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২
ময়মনসিংহ জেলার বালু শ্রমিকদের জন্য ‘রেশনিং প্রথা’ চালুর দাবি জানিয়েছেন জেলা বালু শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সেইসাথে ব্রহ্মপুত্র নদের বালু উত্তোলনে সকল বাধা দূর করতেও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
গতকাল রোববার বিকেলে নগরীর কাচারীঘাট ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা বালু শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় শ্রমিক নেতৃবৃন্দ এ দাবি জানান। সভায় জেলা বালু শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহাবুব বান ছাইফ, আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্যকরী সভাপতি কমল বসাক, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি গূকল সূত্রধর মানিক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা