২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুলনায় সাংবাদিক হারুনের ইন্তেকাল

-

খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার ও খুলনা প্রেস ক্লাবের সদস্য হারুন-অর-রশীদ (৫৫) গত শনিবার দুপুরে নগরীর আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার তাকে আদদ্বীন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
তিনি অসুস্থ স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বিকেলে তার লাশ গ্রামের বাড়ি মোরেলগঞ্জে নেয়া হয় এবং সেখানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
সাংবাদিক হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা সভাপতি মো: আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় বিবৃতি প্রদান করেন। গতকাল খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এমইউজের সাধারণ সভায় সাংবাদিক হারুনের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।

 

 


আরো সংবাদ



premium cement