২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন

সভাপতি আলীম সম্পাদক জলিল

-

সিলেটের কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সময়ের আলো’র সিলেট প্রতিনিধি আব্দুল আলীম সভাপতি ও দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি আব্দুল জলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট নগরীর নয়াসড়কের গোয়িং গ্লোবাল অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ১২ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশনার শাব্বির আহমদ এবং অ্যাডভোকেট বদরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
সভাপতি পদে আব্দুল আলীম ৯ ভোটে এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিলও ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আবিদুর রহমান, সহসভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, কার্যকরী সদস্য হিসেবে শাব্বির আহমদ ও লবীব আহমদ নির্বাচিত হয়েছেন।

 

 

 


আরো সংবাদ



premium cement