বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২
সুশাসনবিষয়ক সেমিনার
খুলনা ব্যুরো
খুলনায় বৈষম্যমুক্ত বাংলাদেশ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনের অংশগ্রহণে গত শুক্রবার খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে তথ্য অধিদফতর (পিআইডি) এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের যৌথ উদ্যোগে সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার ও বৈষম্যবিরোধী প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার মো: জাভেদ ইকবাল। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার মেহেদী হাসান।
কর্মী সমাবেশ
নোয়াখালী অফিস
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার স্থানীয় পিএল অ্যাকাডেমি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা আমির বেলায়েত হোসেন ও উপজেলা সেক্রেটারি মিজানুর রহমান, বসুরহাট পৌর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
কবিতা পাঠের আসর
নড়াইল প্রতিনিধি
নড়াইলে নবীন-প্রবীণ কবিদের অংশগ্রহণে বিজয় উৎসব ও শীতকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। কথা সাহিত্য পরিষদের উদ্যোগে গত শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) স্কুল মিলনায়তনে কথা সাহিত্যের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরহাদ খানের সঞ্চালনায় ও অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আতিয়ার রহমানের সভাপতিত্বে নবীন-প্রবীণ কবিরা আবৃত্তি করেন। এছাড়া তরুণ লেখক পরিষদ নড়াইল জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সৈয়দা তরিকা সুলতানা লতা ও সাধারণ সম্পাদক কবি মিজানুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।
কম্বল বিতরণ
নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে গত শনিবার নবাবগঞ্জ ডাকবাংলা চত্বরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুস্থ শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি বিএপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম ফতেহ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ। অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।
সূবর্ণজয়ন্তী
পটুয়াখালী প্রতিনিধি
বৃষ্টি উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী কামিল মাদরাসার সূবর্ণ জয়ন্তী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো: শামছুল আলম। প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক শিক্ষার্থী বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান জায়ামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন, ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মু: ইদ্রিস আলী প্রমুখ।
খাদ্যসহায়তা
বান্দরবান প্রতিনিধি
খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। গত শনিবার বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়ায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দি ম্যাজেস্টিক টাইগারসের অধিনায়কের পক্ষে পাহাড়বাসীর জন্য চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির মানিকছড়িতে ৭০০ শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি এইচ এ গ্রুপের চেয়ারম্যান হাফিজ আহমেদ। গত শনিবার উপজেলার দক্ষিণ কালাপানিতে প্রতিষ্ঠিত জরিফা খাতুন মহিলা দাখিল মাদরাসার মাঠে ও গ্যাসফিল্ডে অবস্থিত হাফিজ আহমেদ সমাজ কল্যাণ সঙ্ঘের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এনামুল হক মেম্বার,
ডা: আলমাছ ও সর্দার শের খান বাহাদুর প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা